Browse
Recent Submissions
Item বন্যপ্রাণী শিকারের অভিযোগে ধৃত ছয়(একদিন, 2022) একদিনবন্যপ্রাণী হত্যার অভিযোগে ছ'জনকে গ্রেফতার করল বন দফতর। শুক্রবার বাগনানের বেনাপুর চন্দনাপাড়ার ঘটনা। শনিবার উলুবেড়িয়া মহকুমা আদালত ধৃতদের ১০ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। বন দফতর জানায়, ধৃতদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। শুক্রবার তারা বন্যপ্রাণী শিকার করতে চন্দনাপাড়ায় এসেছিলItem সাপুড়েদের থেকে উদ্ধার ছ'টি সাপ(আনন্দবাজার পত্রিকা, 2020-10-29) আনন্দবাজার পত্রিকাসাপুড়েদের থেকে সাপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসী। মঙ্গলবার বাগনানের দক্ষিণ বেনাপুর গ্রামে সাপখেলা দেখাচ্ছিলেন কয়েকজন সাপুড়ে। তাঁদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। চার জন সাপুড়ের কাছে ছ'টি কেউটে ও গোখরো সাপ ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেলা দেখানোর নাম করে বুজরুকি দিয়ে বিভিন্ন গাছের শিকড় বিক্রি করছিলেন সাপুড়েরা। গ্রামের মহিলারা চড়া দামে সেগুলি কিনছিলেন। সাপ খেলা দেখার জন্য ভিড় হয়েছিল গ্রামে। পাঁচটি কেউটে ও একটি গোখরো নিয়ে ওই চার সাপুড়ে খেলা দেখাচ্ছিলেন। দাবি করছিলেন, তাঁদের কাছে থাকে গাছের শিকড় হাতে বাঁধা থাকলে নানা অসুখ সেরে যাবে। বেনাপুর গ্রামের যুবক সৌম্যদীপ সাঁতরা বলেন, "সাপুড়েদের জিজ্ঞাসা করি, কেন তাঁরা বন্যপ্রাণী নিয়ে খেলা দেখাচ্ছেন। ওঁদের যুক্তি, সাপগুলোর বিষদাঁত ভাঙা। তাই ভয়ের কোনও কারণ নেই। এই খেলা দেখিয়েই তাঁরা রোজগার করেন।" শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ বলেন, "বন্যপ্রাণী নিয়ে এক ধরনের মানুষ ব্যবসা চালায়। মানুষকে বোকা বানায়। এ সব বন্ধ হওয়া দরকার।"Item ইলেকট্রিক তার পেতে বাঘরোল মেরে ভোজ! স্তম্ভিত পরিবেশ কর্মীরা(রাজন্যা নিউজ, 2022) রাজন্যা নিউজঅমানবিকতার চরম নিদর্শন। ঘটনার বীভৎসতায় সভ্য জগতের মুখ ঢাকল লজ্জায়। পুকুরের মাছ বাঁচাতে ইলেকট্রিক তার পেতে মারা হল রাজ্য প্রাণী বাঘরোল। এখানেই শেষ হয়নি বীভৎসতা। তারপর সেটির মাংস খেল অনেকগুলো মানুষ। ছালটা এবং মুণ্ডু ফেলে দেওয়া হল খালের জলে। ঘটনার কথা জানতে পেরে চমকে উঠেছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।Item বিজ্ঞানেই বাজিমাত, বার্তা ছাত্রদের(এই সময়, 2025-01-30) এই সময়বেলুড় বিদ্যামন্দিরে বিজ্ঞানমেলা ও প্রদর্শনীতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরাItem মেঠো কর্মশালায় বিলুপ্তপ্রায় দেশি জলাভূমির গাছগাছালি চিনলেন পড়ুয়ারা(বর্তমান, 2022-03-12) বর্তমানপড়ুয়াদের প্রকৃতির পাঠ দিতে মেঠো কর্মশালা ও প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করল শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ইকো ক্লাব। প্রকৃতির কোলে বসে জনা ৪০ পড়ুয়া হাতেকলমে প্রকৃতির পাঠ নিলেন। পড়ুয়াদের এই পাঠ দিতে বেছে নেওয়া হয়েছিল জীববৈচিত্র্যে পরিপূর্ণ আমতার প্লাবনভূমি দকি গ্রাম। এই গ্রামেই দু'দিন ধরে বিলুপ্তপ্রায় প্রজাতির দেশি মাছ, জলাভূমির গাছগাছালি, বিভিন্ন প্রজাতির সরীসৃপ, উভচর প্রাণী এবং স্তনপায়ীদের সঙ্গে চাক্ষুস পরিচয় ঘটল পড়ুয়াদের। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ইকো ক্লাবের সঙ্গে সহযোগী সংগঠক হিসেবে ছিল সহজপাঠ ও হিল।Item আমতায় প্রাণীদের নিশ্চিন্ত আশ্রয়স্থল, নেচার ক্যাম্পের জায়গা(এই সময়, 2022-03-14) এই সময়বাস্তুতন্ত্র রক্ষায় প্লাবনভূমি কিনলেন পরিবেশকর্মীরাইItem পাখি, ছত্রাকের বহু প্রজাতি চিহ্নিত 'প্রকৃতি পর্যবেক্ষণে'(এই সময়, 2023-11-02) এই সময়Item চাকরির প্রত্যাশা ছেড়ে জোর ব্যবসায়, সাহায্য কলেজেরও(আনন্দবাজার পত্রিকা, 2025-01-08) আনন্দবাজার পত্রিকাItem ভিডিয়োয় পাঠ, স্টুডিয়ো কলেজে(আনন্দবাজার পত্রিকা, 2024-12-05) আনন্দবাজার পত্রিকা