ন্যাকের এ গ্রেড পেল সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়

Loading...
Thumbnail Image
Date
2025-06-19
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
বর্তমান
Abstract
উলুবেড়িয়া: শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা সহ একাধিক বিষয়ে উল্লেখযোগ্য দক্ষতা দেখিয়ে ন্যাক-এর বিচারে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় 'এ' গ্রেড পেল। কলেজের প্রাপ্ত নম্বর ৩.০৫। সূত্রের খবর, হাওড়া গ্রামীণ জেলার মধ্যে একমাত্র শ্যামপুরের এই কলেজই ন্যাকের 'এ' গ্রেড পেয়েছে। কলেজে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে, অত্যাধুনিক ক্লাস রুম আছে কি না, কলেজের পাঠ থেকে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে কি না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি না, সমাজে কলেজের কী অবদান আছে ইত্যাদি সাতটি বিষয়ের উপর কাজের ভিত্তিতে এই গ্রেড দেওয়া হয়। কলেজ সূত্রে খবর প্রায় ৬.৪২ একর সবুজ ক্যাম্পাসের এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাস রুম, একাধিক বিষয়ের পৃথক ল্যাবরেটরি, স্টাফ কোয়ার্টার্স, মেডিক্যাল রুম আছে। এছাড়াও কিচেন গার্ডেন, হার্বাল গার্ডেন, প্রজাপতি উদ্যান, ই লাইব্রেরি, অডিটরিয়ামও আছে। পাশাপাশি ইন্ডোর ও আউটডোর গেমস ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য যোগ ও জিম সেন্টার আছে। কলেজের অধ্যক্ষ ডঃ সব্যসাচী সেন জানান, কলেজের জন্য এটা নিঃসন্দেহে ভালো খবর। আগামী দিনে এ প্লাস গ্রেড পাওয়ার জন্য চেষ্টা করা হবে বলে জানান তিনি। এদিকে, এ গ্রেড পাওয়ায় খুশি কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা। বর্তমানে এই কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা চার হাজার এবং অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী নিয়ে মোট ১২০ জন আছেন।
Description
Keywords
Citation