ইলেকট্রিক তার পেতে বাঘরোল মেরে ভোজ! স্তম্ভিত পরিবেশ কর্মীরা
No Thumbnail Available
Date
2022
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
রাজন্যা নিউজ
Abstract
অমানবিকতার চরম নিদর্শন। ঘটনার বীভৎসতায় সভ্য জগতের মুখ ঢাকল লজ্জায়। পুকুরের মাছ বাঁচাতে ইলেকট্রিক তার পেতে মারা হল রাজ্য প্রাণী বাঘরোল। এখানেই শেষ হয়নি বীভৎসতা। তারপর সেটির মাংস খেল অনেকগুলো মানুষ। ছালটা এবং মুণ্ডু ফেলে দেওয়া হল খালের জলে। ঘটনার কথা জানতে পেরে চমকে উঠেছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।