মেঠো কর্মশালায় বিলুপ্তপ্রায় দেশি জলাভূমির গাছগাছালি চিনলেন পড়ুয়ারা
No Thumbnail Available
Date
2022-03-12
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
বর্তমান
Abstract
পড়ুয়াদের প্রকৃতির পাঠ দিতে মেঠো কর্মশালা ও প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করল শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ইকো ক্লাব। প্রকৃতির কোলে বসে জনা ৪০ পড়ুয়া হাতেকলমে প্রকৃতির পাঠ নিলেন। পড়ুয়াদের এই পাঠ দিতে বেছে নেওয়া হয়েছিল জীববৈচিত্র্যে পরিপূর্ণ আমতার প্লাবনভূমি দকি গ্রাম। এই গ্রামেই দু'দিন ধরে বিলুপ্তপ্রায় প্রজাতির দেশি মাছ, জলাভূমির গাছগাছালি, বিভিন্ন প্রজাতির সরীসৃপ, উভচর প্রাণী এবং স্তনপায়ীদের সঙ্গে চাক্ষুস পরিচয় ঘটল পড়ুয়াদের। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ইকো ক্লাবের সঙ্গে সহযোগী সংগঠক হিসেবে ছিল সহজপাঠ ও হিল।