'এ গ্রেড' কলেজ
Loading...
Date
2025-06-17
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
আনন্দবাজার পত্রিকা
Abstract
শ্যামপুর: নাক (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল)-এর মূল্যায়নে 'এ গ্রেড' পেয়েছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। কয়েক মাস আগে এই কলেজে পরিদর্শনে আসে নাক-এর প্রতিনিধি দল। তারা কলেজের সব কিছু খুঁটিয়ে দেখে। সম্প্রতি তারা রিপোর্ট পাঠায়। তাতেই 'এ গ্রেড' পাওয়ার কথা বলা হয় বলে কলেজ কর্তৃপক্ষ জানান। কলেজের উন্নত মানের পঠনপাঠন, খেলার মাঠ, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ব্যবস্থা আছে। সেই সব কারণেই এই কলেজ নাক-এর ওই মূল্যায়ন পেয়েছে বলে কর্তৃপক্ষ জানান