Press Release
Permanent URI for this community
Browse
Browsing Press Release by Title
Now showing 1 - 15 of 15
Results Per Page
Sort Options
Item रहें सतर्क, बनारस में दिखी विचित्र प्रजाति की विषैली मकड़ी(राष्ट्रीय सहारा, 2021-06-12) राष्ट्रीय सहाराItem আমতায় প্রাণীদের নিশ্চিন্ত আশ্রয়স্থল, নেচার ক্যাম্পের জায়গা(এই সময়, 2022-03-14) এই সময়বাস্তুতন্ত্র রক্ষায় প্লাবনভূমি কিনলেন পরিবেশকর্মীরাইItem ইলেকট্রিক তার পেতে বাঘরোল মেরে ভোজ! স্তম্ভিত পরিবেশ কর্মীরা(রাজন্যা নিউজ, 2022) রাজন্যা নিউজঅমানবিকতার চরম নিদর্শন। ঘটনার বীভৎসতায় সভ্য জগতের মুখ ঢাকল লজ্জায়। পুকুরের মাছ বাঁচাতে ইলেকট্রিক তার পেতে মারা হল রাজ্য প্রাণী বাঘরোল। এখানেই শেষ হয়নি বীভৎসতা। তারপর সেটির মাংস খেল অনেকগুলো মানুষ। ছালটা এবং মুণ্ডু ফেলে দেওয়া হল খালের জলে। ঘটনার কথা জানতে পেরে চমকে উঠেছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।Item 'এ গ্রেড' কলেজ(আনন্দবাজার পত্রিকা, 2025-06-17) আনন্দবাজার পত্রিকাশ্যামপুর: নাক (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল)-এর মূল্যায়নে 'এ গ্রেড' পেয়েছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। কয়েক মাস আগে এই কলেজে পরিদর্শনে আসে নাক-এর প্রতিনিধি দল। তারা কলেজের সব কিছু খুঁটিয়ে দেখে। সম্প্রতি তারা রিপোর্ট পাঠায়। তাতেই 'এ গ্রেড' পাওয়ার কথা বলা হয় বলে কলেজ কর্তৃপক্ষ জানান। কলেজের উন্নত মানের পঠনপাঠন, খেলার মাঠ, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ব্যবস্থা আছে। সেই সব কারণেই এই কলেজ নাক-এর ওই মূল্যায়ন পেয়েছে বলে কর্তৃপক্ষ জানানItem চলচ্চিত্র উৎসব(এই সময়, 2025-07-14) এই সময়বেলপুকুর: হাওড়া গ্রামীণের শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজে ছ'দিনের চলচ্চিত্র উৎসব শনিবার শুরু হয়েছে। কলেজে তৃতীয় বার এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেতা অরুণ বন্দ্যোপাধ্যায়, পরিচালক রবি কিন্নাগী, ঋতব্রত ভট্টাচার্য, সুমন মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ মুখোপাধ্যায়।Item চাকরির প্রত্যাশা ছেড়ে জোর ব্যবসায়, সাহায্য কলেজেরও(আনন্দবাজার পত্রিকা, 2025-01-08) আনন্দবাজার পত্রিকাItem ন্যাকের এ গ্রেড পেল সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়(বর্তমান, 2025-06-19) বর্তমানউলুবেড়িয়া: শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা সহ একাধিক বিষয়ে উল্লেখযোগ্য দক্ষতা দেখিয়ে ন্যাক-এর বিচারে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় 'এ' গ্রেড পেল। কলেজের প্রাপ্ত নম্বর ৩.০৫। সূত্রের খবর, হাওড়া গ্রামীণ জেলার মধ্যে একমাত্র শ্যামপুরের এই কলেজই ন্যাকের 'এ' গ্রেড পেয়েছে। কলেজে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে, অত্যাধুনিক ক্লাস রুম আছে কি না, কলেজের পাঠ থেকে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে কি না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি না, সমাজে কলেজের কী অবদান আছে ইত্যাদি সাতটি বিষয়ের উপর কাজের ভিত্তিতে এই গ্রেড দেওয়া হয়। কলেজ সূত্রে খবর প্রায় ৬.৪২ একর সবুজ ক্যাম্পাসের এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাস রুম, একাধিক বিষয়ের পৃথক ল্যাবরেটরি, স্টাফ কোয়ার্টার্স, মেডিক্যাল রুম আছে। এছাড়াও কিচেন গার্ডেন, হার্বাল গার্ডেন, প্রজাপতি উদ্যান, ই লাইব্রেরি, অডিটরিয়ামও আছে। পাশাপাশি ইন্ডোর ও আউটডোর গেমস ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য যোগ ও জিম সেন্টার আছে। কলেজের অধ্যক্ষ ডঃ সব্যসাচী সেন জানান, কলেজের জন্য এটা নিঃসন্দেহে ভালো খবর। আগামী দিনে এ প্লাস গ্রেড পাওয়ার জন্য চেষ্টা করা হবে বলে জানান তিনি। এদিকে, এ গ্রেড পাওয়ায় খুশি কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা। বর্তমানে এই কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা চার হাজার এবং অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী নিয়ে মোট ১২০ জন আছেন।Item ন্যাকের বিচারে এ গ্রেড পেল শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজ(এই সময়, 2025-06-20) এই সময়এই সময়, শ্যামপুর: শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা ন্যাকের মূল্যায়নের বিচারে এ গ্রেড পেল। হাওড়া জেলার সরকার পোষিত কলেজগুলির মধ্যে গ্রামীণ এলাকার এই কলেজ এমন বিরল স্বীকৃতি পেল। সূত্রের খবর, ন্যাকের পক্ষ থেকে কলেজগুলোর বিভিন্ন বিষয়ের কাজকর্ম খতিয়ে দেখার উদ্দেশ্যে গত এক বছর ধরে অনলাইন ও অফলাইন 'পরীক্ষা' হয়। সেই পরীক্ষার বিচারে এই মহাবিদ্যালয় এই সম্মান পেয়েছে। এর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ২০১০ সালে ন্যাকের বিচারে বি গ্রেড পেয়েছিল। কিন্তু বি থেকে এ তে উত্তরণ রীতিমতো সাফল্য বলেই মনে করা হচ্ছে একটা গ্রামীণ কলেজের নিরিখে। শ্যামপুর থানার অনন্তপুরের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি ও প্রয়াত বিধায়ক মুরারীমোহন মান্না বেলপুকুর এলাকায় শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে স্বল্প সংখ্যক পড়ুয়াকে নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ মহীরুহে পরিণত হয়েছে। বর্তমানে পড়ুয়ার সংখ্যা প্রায় পাঁচ হাজার। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্রীর সংখ্য প্রায় পঁচাশি শতাংশ। বর্তমানে ওই কলেজে মোট ১৪টি বিষয়ে স্নাতক-সহ ২১টি বিষয় আছে। কলেজের অধ্যক্ষ সব্যসাচী সেন বলেন, 'আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ফ্লিপ মেথড, হাতেকলমে পড়াশোনার জন্য আধুনিক প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্য কলেজের নিজস্ব জায়গায় ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, খোখো, জিমনাসিয়ামের পৃথক ব্যবস্থাও আছে। এর পাশাপাশি কলেজের নিজস্ব পুকুর ও বাগানকে পড়ুয়াদের হাতেকলমে শিক্ষার কাজে ব্যবহার করা হয়। একটি প্রজাপতি উদ্যানও করা হয়েছে। এ ছাড়া ছাত্রছাত্রীদের অভাব-অভিযোগ শোনার জন্য কমপ্লেইন বক্সও রয়েছে।' ন্যাকের পক্ষ থেকে এই স্বীকৃতি পাওয়ার জন্য তিনি তাঁর সহকর্মী অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষক কর্মচারী এবং পরিচালন কমিটির সদস্যদের সক্রিয় সহযোগিতার কথা স্বীকার করেন। এই বিষয়ে ওই কলেজের পরিচালনা সমিতির সদস্য ও ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক, শ্যামপুর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নদেবাসী জানা বলেন, 'আগে এই এলাকার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য অনেক দূর যেতে হতো। তাদের কথা চিন্তা করে ১৯৬৪ সালে বিশিষ্ট সমাজসেবী, প্রাক্তন বিধায়ক মুরারী মান্না মাত্র ২৫০ জন পড়ুয়াকে নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন। মুরারী মান্নার দূরদৃষ্টির জলজ্যান্ত প্রমাণ আজকের এই কলেজ।'ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি, শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল বলেন, 'সবার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই মহাবিদ্যালয় যে স্বীকৃতি পেয়েছে, তাতে আমরা গর্বিত।'Item পাখি, ছত্রাকের বহু প্রজাতি চিহ্নিত 'প্রকৃতি পর্যবেক্ষণে'(এই সময়, 2023-11-02) এই সময়Item বন্যপ্রাণী শিকারের অভিযোগে ধৃত ছয়(একদিন, 2022) একদিনবন্যপ্রাণী হত্যার অভিযোগে ছ'জনকে গ্রেফতার করল বন দফতর। শুক্রবার বাগনানের বেনাপুর চন্দনাপাড়ার ঘটনা। শনিবার উলুবেড়িয়া মহকুমা আদালত ধৃতদের ১০ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। বন দফতর জানায়, ধৃতদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। শুক্রবার তারা বন্যপ্রাণী শিকার করতে চন্দনাপাড়ায় এসেছিলItem বিজ্ঞানেই বাজিমাত, বার্তা ছাত্রদের(এই সময়, 2025-01-30) এই সময়বেলুড় বিদ্যামন্দিরে বিজ্ঞানমেলা ও প্রদর্শনীতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরাItem ভিডিয়োয় পাঠ, স্টুডিয়ো কলেজে(আনন্দবাজার পত্রিকা, 2024-12-05) আনন্দবাজার পত্রিকাItem মেঠো কর্মশালায় বিলুপ্তপ্রায় দেশি জলাভূমির গাছগাছালি চিনলেন পড়ুয়ারা(বর্তমান, 2022-03-12) বর্তমানপড়ুয়াদের প্রকৃতির পাঠ দিতে মেঠো কর্মশালা ও প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করল শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ইকো ক্লাব। প্রকৃতির কোলে বসে জনা ৪০ পড়ুয়া হাতেকলমে প্রকৃতির পাঠ নিলেন। পড়ুয়াদের এই পাঠ দিতে বেছে নেওয়া হয়েছিল জীববৈচিত্র্যে পরিপূর্ণ আমতার প্লাবনভূমি দকি গ্রাম। এই গ্রামেই দু'দিন ধরে বিলুপ্তপ্রায় প্রজাতির দেশি মাছ, জলাভূমির গাছগাছালি, বিভিন্ন প্রজাতির সরীসৃপ, উভচর প্রাণী এবং স্তনপায়ীদের সঙ্গে চাক্ষুস পরিচয় ঘটল পড়ুয়াদের। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ইকো ক্লাবের সঙ্গে সহযোগী সংগঠক হিসেবে ছিল সহজপাঠ ও হিল।Item সাপুড়েদের থেকে উদ্ধার ছ'টি সাপ(আনন্দবাজার পত্রিকা, 2020-10-29) আনন্দবাজার পত্রিকাসাপুড়েদের থেকে সাপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসী। মঙ্গলবার বাগনানের দক্ষিণ বেনাপুর গ্রামে সাপখেলা দেখাচ্ছিলেন কয়েকজন সাপুড়ে। তাঁদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। চার জন সাপুড়ের কাছে ছ'টি কেউটে ও গোখরো সাপ ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেলা দেখানোর নাম করে বুজরুকি দিয়ে বিভিন্ন গাছের শিকড় বিক্রি করছিলেন সাপুড়েরা। গ্রামের মহিলারা চড়া দামে সেগুলি কিনছিলেন। সাপ খেলা দেখার জন্য ভিড় হয়েছিল গ্রামে। পাঁচটি কেউটে ও একটি গোখরো নিয়ে ওই চার সাপুড়ে খেলা দেখাচ্ছিলেন। দাবি করছিলেন, তাঁদের কাছে থাকে গাছের শিকড় হাতে বাঁধা থাকলে নানা অসুখ সেরে যাবে। বেনাপুর গ্রামের যুবক সৌম্যদীপ সাঁতরা বলেন, "সাপুড়েদের জিজ্ঞাসা করি, কেন তাঁরা বন্যপ্রাণী নিয়ে খেলা দেখাচ্ছেন। ওঁদের যুক্তি, সাপগুলোর বিষদাঁত ভাঙা। তাই ভয়ের কোনও কারণ নেই। এই খেলা দেখিয়েই তাঁরা রোজগার করেন।" শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ বলেন, "বন্যপ্রাণী নিয়ে এক ধরনের মানুষ ব্যবসা চালায়। মানুষকে বোকা বানায়। এ সব বন্ধ হওয়া দরকার।"Item হাওড়া গ্রামীণ জেলার কলেজ পেল ন্যাক-এর “এ” গ্রেড তকমা, খুশি পড়ুয়া-অধ্যাপকরা(বর্তমান (Online), 2025-06-17) বর্তমানউলুবেড়িয়া: শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় পেল ন্যাক-এর "এ" গ্রেড-এর তকমা। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের মান বজায় রাখা, উন্নত করা। এছাড়া শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা-সহ প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির দিক নির্দেশ। এই ধরণের একাধিক বিষয়ে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় পেয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব অ্যাক্রিডিটেশন কাউন্সিলের বা ন্যাক-এর "এ" গ্রেড তকমা। এটিই হাওড়া গ্রামীণ জেলায় একমাত্র কলেজ যারা "এ" গ্রেড পেয়েছে। বর্তমানে এই কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪ হাজার। অপরদিকে, অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী মিলিয়ে ১২০ জন এই কলেজে রয়েছেন। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম, ই-লাইব্রেরি, ওপেন এয়ার ক্লাসরুম এবং একাধিক বিভাগের ল্যাবরেটরি রয়েছে। কলেজ ক্যাম্পাসে কিচেন গার্ডেন, হার্বাল গার্ডেন, প্রজাপতি উদ্যানও তৈরী করা হয়েছে। এর পাশাপাশি কলেজে ইন্ডোর-আউটডোর গেম ছাড়াও রয়েছে যোগা সেন্টার এবং জিম সেন্টার। কলেজ "এ" গ্রেড তকমা পাওয়ায় খুশি ছাত্র-ছাত্রী এবং অধ্যাপক-অধ্যাপিকারা।