আনন্দবাজার পত্রিকা2025-01-312025-01-312020-10-29http://ssm.ndl.gov.in/handle/123456789/645সাপুড়েদের থেকে সাপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসী। মঙ্গলবার বাগনানের দক্ষিণ বেনাপুর গ্রামে সাপখেলা দেখাচ্ছিলেন কয়েকজন সাপুড়ে। তাঁদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। চার জন সাপুড়ের কাছে ছ'টি কেউটে ও গোখরো সাপ ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেলা দেখানোর নাম করে বুজরুকি দিয়ে বিভিন্ন গাছের শিকড় বিক্রি করছিলেন সাপুড়েরা। গ্রামের মহিলারা চড়া দামে সেগুলি কিনছিলেন। সাপ খেলা দেখার জন্য ভিড় হয়েছিল গ্রামে। পাঁচটি কেউটে ও একটি গোখরো নিয়ে ওই চার সাপুড়ে খেলা দেখাচ্ছিলেন। দাবি করছিলেন, তাঁদের কাছে থাকে গাছের শিকড় হাতে বাঁধা থাকলে নানা অসুখ সেরে যাবে। বেনাপুর গ্রামের যুবক সৌম্যদীপ সাঁতরা বলেন, "সাপুড়েদের জিজ্ঞাসা করি, কেন তাঁরা বন্যপ্রাণী নিয়ে খেলা দেখাচ্ছেন। ওঁদের যুক্তি, সাপগুলোর বিষদাঁত ভাঙা। তাই ভয়ের কোনও কারণ নেই। এই খেলা দেখিয়েই তাঁরা রোজগার করেন।" শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ বলেন, "বন্যপ্রাণী নিয়ে এক ধরনের মানুষ ব্যবসা চালায়। মানুষকে বোকা বানায়। এ সব বন্ধ হওয়া দরকার।"otherসাপুড়েদের থেকে উদ্ধার ছ'টি সাপOther